নোয়াখালীর সুবর্ণচরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার গাড়ীতে হামলায় আহত-৩০, ২০টি গাড়ি ভাঙচুর, পুলিশের গুলি
নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সুবর্ণচরের চজব্বার ইউনিয়নের ভূইয়ারহাটে স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা ও গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে, এবং ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ । শনিবার বিদ্রোহী প্রার্থীর অফিস ভাঙচুর ও প্রচারণায় কর্মীদের উপর হামলা ও বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন শেষে ভূইয়ারহাটে স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওমর ফারুক তাদের মোটর সাইকেল বহরটি ভূইয়ারহাট বাজারে প্রবেশ করার সময় আগ থেকে ওইস্থানে থাকা নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলামের সমর্থকরা স্লোগান দিলে উত্তেজনায় সংর্ঘষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নির্দেশে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।